ভিডিও বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

নওগাঁর আত্রাইয়ে ব্রিজের অভাবে আমন ধান ঘরে তোলা নিয়ে বিপাকে কৃষক

নওগাঁর আত্রাইয়ে ব্রিজের অভাবে আমন ধান ঘরে তোলা নিয়ে বিপাকে কৃষক, প্রতীকী ছবি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে খালের উপর একটি ব্রিজের অভাবে হাজার হাজার বিঘা জমির ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছে কৃষক। খালে পর্যাপ্ত পানি থাকায় এবং বিকল্প কোন রাস্তা না থাকায় আবাদকৃত ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা।

জানা যায়, উপজেলার শাহাগোলা গ্রামের পূর্বমাঠ জুড়ে চাষ হয়েছে আমন ধান। ফলনও হয়েছে বাম্পার। আর ১৫/২০ দিন পরেই শুরু হবে ধান কাটা মাড়াই। গ্রামের শতাধিক কৃষকের সহস্রাধিক বিঘা জমিতে আমনের চাষ হয়েছে। চিনি আতপ, জিরাশাইল, কাটারিভোগসহ বিভিন্ন জাতের ধান রয়েছে মাঠে। কিন্তু ধান কর্তন করে ঘরে তোলা নিয়ে তারা পড়েছে চরম বিপাকে।

উপজেলার মির্জাপুর ছোট যমুনা নদী থেকে রতনডারা নামে ঐতিহ্যবাহী একটি খাল বয়ে গেছে শাহাগোলা গ্রাম আর মাঠের মধ্যদিয়ে। এ খালের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রাম আর মাঠের যোগাযোগ। ফলে মাঠ থেকে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক।

আরও পড়ুন

শাহাগোলা গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, কৃষক আজাদ সরদার, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান লিটনসহ অনেকে বলেন, বছরের দুই মৌসুমে বোরো-ইরি ও আমন ধান তাদের প্রধান আবাদ। খালের উপর ব্রিজ না থাকায় প্রতি বছরই ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়তে হয় তাদের। দ্বিগুণ শ্রমিক মূল্য দিয়ে ঘরে ধান তুলতে হয়। অতীতে অনেক জনপ্রতিনিধি প্রতিশ্রুতি দিলেও কেউ কাজ করেননি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দিন আহমেদ বলেন, ব্রিজগুলো সাধারণত দুই রাস্তার সংযোগের জন্য নির্মাণ করা হয়। তারপরেও গ্রামবাসী কর্তৃপক্ষের কাছে আবেদন করলে এখানে একটি ব্রিজ তৈরির উদ্যোগ নেওয়া যেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসুন্ধরার চাকরি ছাড়লো আবু সাঈদের দুই ভাই

কেমন থাকবে আগামী ৩ দিনের আবহাওয়া, জানালো অধিদপ্তর

রাস্তার মাঝখানে বিলবোর্ড স্থাপনের সিদ্ধান্ত থেকে সরলো পৌরসভা

সিরাজগঞ্জের শাহজাদপুরে চুরি যাওয়া সোনা উদ্ধার 

শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার বাঁচতে চান আঞ্জুয়ারা

নাটোরের গুরুদাসপুরে কামলার হাট যেখানে দর-কষাকষি করে বিক্রি হয় শ্রম