ভিডিও বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

বগুড়ার আদমদীঘিতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টা মামলার তদন্ত রির্পোট ২ মাসেও আদালতে যায়নি

বগুড়ার আদমদীঘিতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টা মামলার তদন্ত রির্পোট ২ মাসেও আদালতে যায়নি, প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে এক গৃহবধূ (২১) কে ধর্ষণের চেষ্টা মামলার তদন্ত রিপোর্ট দুই মাসের অধিক সময়েও আদালতে দেওয়া হয়নি। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এ দায়ের করা মামলা সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের এক গৃহনির্মাণ শ্রমিকের স্ত্রী তার শিশু সন্তানকে নিয়ে একা বাড়িতে থাকেন।

প্রায় ৬ মাস আগে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে রবিন বাড়িতে ঢুকে তাকে কুপ্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় সে নানা হুমকি দিয়ে চলে যায়। গৃহবধূ ঘটনাটি তার স্বামীসহ অন্যদের জানান। এমতাবস্থায় গত ৩১ জুলাই রাত সাড়ে ১০ টার পর রবিন ওই গৃহবধুকে ধর্ষনের চেষ্টা করে। এ সময় গৃহবধূ চিৎকার করলে তার শ্বশুর এগিয়ে এলে রবিন পালিয়ে যায়।

ঘটনার পরদিন ওই গৃহবধূ বাদি হয়ে রবিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদমদীঘি থানায় লিখিত এজাহার দাখিল করেন। কিন্তু থানা তার মামলাটি গ্রহণ না করায় বাধ্য হয়ে গত ১৯ আগস্ট বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এ একই গ্রামের নিপুন হোসেনের ছেলে ট্রাক চালক রবিন (২৮) কে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন

আদালত বাদির অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদমদীঘি উপজেলা আনসার ও ভিডিপি অফিসারকে নির্দেন দেন। এদিকে আনসার ও ভিডিপি অফিসার দুই মাস পার হলেও তার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেননি। আদমদীঘি উপজেলা আনসার ও ভিডিপি অফিসার নিরুপমা সরকার বলেন, অল্প দিনের মধ্যেই প্রতিবেদন আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধারে সহকর্মীদের নামে পরিবারের হত্যা মামলা

নতুন নোট আসছে বাজারে, যেসব ছবি থাকছে

সাবেক এমপি মমতাজ মানিকগঞ্জের আদালতে

আজ জুবাইদা রহমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আপিল শুনানি 

আজ ইশরাকের ‘মেয়র’ পদের বিষয়ে আদেশ

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত:সেনাপ্রধান