ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

সোনার কানের দুলের জন্য ১০ বছরের শিশুকে হত্যা

সোনার কানের দুলের জন্য ১০ বছরের শিশু হত্যা

যশোরের ঝিকরগাছায় সোনার কানের দুলের জন্য সাদিয়া খাতুন (১০) নামে এক শিশুকে হত্যা করেছে মাদকাসক্ত  এক নারী। চম্পা খাতুন নামে ওই নারীকে পুলিশ আটক করেছে। 

মঙ্গলবার উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত সাদিয়া ওই গ্রামের দক্ষিণপাড়ার বাবলুর রহমানের মেয়ে।

ঝিকরগাছা থানা পুলিশের ওসি বাবলুর রহমান খান জানান, গত মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে নিখোঁজ হয় সাদিয়া। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার পিতা থানায় অভিযোগ করেন। এসময় চম্পা খাতুনের ওপর তাদের সন্দেহের কথা জানান। এক পর্যায়ে রাত সাড়ে ১১ টার দিকে চম্পার পরিবারের কাছ থেকে খবর পেয়ে তাকে আটক করে পুলিশ। 

এ সময় তার স্বীকারোক্তিতে বাড়ির পাশের হারুন অর রশিদের বাগান থেকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার পরনের গেঞ্জি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। 

আরও পড়ুন

ওসি আরও জানান, চম্পা খাতুন একই গ্রামের আনিছুদ্দিন মোড়লের মেয়ে। তিনি প্যাথেড্রিনসহ নানা ধরনের মাদকসেবী বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। 

নিহত সাদিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে প্রাথমিকভাবে জানা গেছে, শিশু সাদিয়ার কানের সোনার দুল নেয়ার লোভে চম্পা খাতুন এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসামরিক বিভিন্ন পদে ৮৯০ জনকে নিয়োগ দেবে সেনাবাহিনী

ধার-দেনা করে শুরু, পোনাচাষি আব্দুর রশীদ এখন কোটিপতি 

মুখের দুর্গন্ধ এড়াতে যা করবেন

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল যে ১৭ দেশ

গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২