পাবনার সুজানগরে আলু-বেগুনের দাম বাড়ছে পাল্লা দিয়ে
সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের হাট-বাজারে পাল্লা দিয়ে বাড়ছে আলু এবং বেগুনের দাম। এতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের পক্ষে প্রয়োজনীয় এ সবজিগুলো কনা অসম্ভব হয়ে পড়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, গত ১০/১২দিন আগেও উপজেলার হাট-বাজারে প্রতি কেজি আলু ৫৫ থেকে ৬০ টাকা এবং প্রতিকেজি বেগুন ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হয়েছে।
বর্তমানে দাম বেড়ে উপজেলার হাট-বাজারগুলোতে আলু ও বেগুন উভয়ই ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
উপজেলার ভাটপাড়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রমজান আলী শেখ বলেন, প্রত্যেক বছর শীতের মৌসুমে আলু এবং বেগুনসহ অন্যান্য সবজি বেশ কম দামে বিক্রি হয়। কিন্তু অজ্ঞাত কারণে চলতি মৌসুমে বেশিরভাগ সবজি অস্বাভাবিক চড়া দামে বিক্রি হচ্ছে।
বিশেষ করে আলু এবং বেগুন কেনা অসম্ভব হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে। কোন সবজি ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট তৈরি বা অধিক মুনাফা লাভের আশায় আলু বেগুনের দাম বাড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন