ভিডিও শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

ময়মনসিংহে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬, আসামিরা জামিনে

ময়মনসিংহে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬, আসামিরা জামিনে

ময়মনসিংহ সদরের রহমতপুর বাইপাসে আজাহার এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আব্দুল মালেক (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় জনে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল মালেক ওই ফিলিং স্টেশন এলাকায় একটি চায়ের দোকানের মালিক ছিলেন।

এর আগে, হিমেল মুন্সি (২৫), আব্দুল কুদ্দুস (৮০), আবুল হোসেন (৪৫), তোফাজ্জল হোসেন‌ (৪২) ও কামরুল হাসান (৩৫) মারা যান। আগুনের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে সুমি আক্তার (৩০) নামে আরও একজন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কোতোয়ালি মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা এস এম নুর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি বলেন, গত সোমবার রাতে ময়মনসিংহ থেকে গুরুতর দগ্ধ অবস্থায় দগ্ধদের ঢাকা নেওয়া হয়। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক মারা যান। বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে সুমি আক্তার ৩২ শতাংশ দ্গ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।

গত ৬ নভেম্বর দুপুরে নিহত প্রাইভেটকার চালক হিমেল মুন্সির মা ইয়াসমিন ওরফে হেনা বাদী হয়ে আজহার ফিলিং স্টেশনের মালিক আজহারসহ ছয় জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন। আসামিরা বর্তমানে জামিনে আছেন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর (সোমবার) বিকাল ৩টার সময় পাম্পের গাড়িতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারো নির্মম ঘটনার সাক্ষী বগুড়া | Bogura | Daily Karatoa

বগুড়ার ডক্টরস ক্লিনিকে রোগীর মৃ - ত্য ‘কে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড | Clinic | Daily Karatoa

বগুড়া ডক্টরস ক্লিনিকে রোগীর মৃত্যুতে তুলকালাম কান্ড

অভ্যুত্থানে আহতদের নিয়ে কাজ করা রাজনৈতিক দলের কর্তব্য: নাহিদ ইসলাম

মুন্সিগঞ্জে হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

ময়মনসিংহে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬, আসামিরা জামিনে