ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১

হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১

নিউজ ডেস্ক:   রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে মাদরাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর শান্ত (১৭)  নামে এক কিশোর খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে সাড়ে ১১টার দিকে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শান্ত।

শান্তর বন্ধু জীবন আহমেদ জানায়, পেশায় তেমন কিছু করতো না শান্ত। গতরাতে বাসার পাশে মাদরাসার গলিতে কয়েকজন মিলে তাকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। যারা ছুরি মেরেছে তারা পাশের এলাকার।

আরও পড়ুন

নিহত শান্তর বড় ভাই মিরাজ হোসেন জানান, রাতে শুকুর নামে এক কিশোরসহ কয়েকজন এলাকায় একটি বাসায় সাইকেল চুরি করার সময় দারোয়ান তাদের আটক করে। এটি শুনে সেখানে গিয়েছিল শান্ত। তখন শুকুর শান্তর বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে মারা যায় সে।

হাজারীবাগ ১০ নাম্বার গলিতে পরিবারের সঙ্গে থাকে শান্ত। তার বাবার নাম আফজাল হোসেন। তিনি এলিফ্যান্ট রোডে একটি ব্লেজারের দোকানে চাকরি করেন। ‌

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসাধীন আরও চার শিক্ষার্থীর মৃত্যু: নিহতের সংখ্যা বেড়ে ২৭

বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, জানালেন তথ্য উপদেষ্টা

এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সব আয়োজন তিন দিনের জন্য স্থগিত

না ফেরার দেশে শিক্ষক মাহেরীন