ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

বালুর ট্রাকে মিলল ৩১২ বস্তা ভারতীয় চিনি, আটক ৩

বালুর ট্রাকে মিলল ৩১২ বস্তা ভারতীয় চিনি, আটক ৩

হবিগঞ্জের চুনারুঘাট বালুর নিচে করে ভারতীয় চিনি পাচারকালে ৩১২ বস্তা চিনিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি ট্রাক ও একটি মাইক্রোবাস আটক করা হয়।
 
শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার উবাহাটা ইউনিয়নের দূর্গাপুর বাজার এলাকা থেকে আটক করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
 
আটকরা হলেন- রুপশংকর এলাকার সিরাজ মিয়ার ছেলে রহমত আলী, চারগাও এলাকার মৃত খুরশেদ আলীর ছেলে মোহাম্মদ আলী এবং কচুয়াদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে আশিক মিয়া।
 
আজ রোববার (১৭ নভেম্বর) বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উবাহাটা ইউনিয়নের দুর্গাপুর বাজারে শনিবার দিবাগত রাত দুইটার দিকে পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় ৩১২ বস্তা ভারতীয় চিনিসহ ১টি ট্রাক আটক করা হয়। ট্রাকের মধ্যে চিনির ওপরে বালু দিয়ে ঢাকা ছিল। পরে পুলিশ বালু সরিয়ে একে একে চিনির বস্তা বের করে। যার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
 
ওসি আরও জানান, পাচারকালে একটি মাইক্রোবাস চিনি ভর্তি ট্রাককে প্রটোকল দিয়ে নিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটিও আটক করা হয়। এসময় তিনজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করে আজ (রোববার) বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসর ভেঙে ব্রাজিল দলে ফিরলেন মার্তা

আমরা কোনো হুমকির সামনে মাথানত করবো না : পেজেশকিয়ান

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর পোস্টার প্রকাশ, যা জানা গেল

হতাশা থেকে মোদি বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারেন : পাক প্রতিরক্ষামন্ত্রী

বরিশালে পুলিশ হেফাজত থেকে পালানো ছাত্রলীগ নেতা রাজধানীতে গ্রেফতার

প্রেমিককে প্রকাশ্যে আনলেন সামান্থা!