ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে : রুহুল কবির রিজভী

আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে : রুহুল কবির রিজভী, ছবি : দৈনিক করতোয়া

লালমনিরহাট প্রতিনিধি : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রতিবেশী দেশের মিডিয়া যেভাবে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে তা এদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। দেশটি আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এজন্য অন্তর্বর্তী সরকারসহ দেশের গণতন্ত্রমনা সব দলকে সচেতন থাকতে হবে।

আজ রোববার (১৭ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রিজভী বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে ভারত শোকাহত। তারা শেখ হাসিনার জন্য খুব কষ্ট পেয়েছে। ভারত যড়ষন্ত্র করছে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরে এনে ক্ষমতায় বসাতে চায়।

তিনি বলেন, বিএনপি উৎপাদনের দল, গণতন্ত্রের দল। অপরদিকে আওয়ামী লীগ টাকা পাচারকারী ও লুটেরার দল। আওয়ামী লীগের শাসনামলে এ দেশের মানুষ কখনোই শান্তিতে ছিল না। জিয়াউর রহমান এদেশে শান্তি এনেছেন। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিলাসী জীবন-যাপন করছেন। তারা জিয়াউর রহমান ও তার দলকে এদেশের মাটি থেকে মুছে ফেলতে চেয়েছিলেন। এখন তারাই পালিয়ে বেড়াচ্ছেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এ সময় আরও বক্তব্য রাখেন- বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য-আসিফ মাহমুদ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী