বগুড়ার শাজাহানপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান বিমান গ্রেপ্তার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলার এজাহারনামীয় আসামি আমরুল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বিমানকে (৫৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডেমাজানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম বিমান উপজেলার আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত রাজিবুল ইসলামের ছেলে।
আরও পড়ুনশাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, যুবদল নেতা ফোরকান হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাইফুল ইসলাম বিমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন