প্রেস সচিব
আওয়ামী লীগের গণহত্যার বিষয়ে নূন্যতম অনুশোচনাবোধ নেই

দেশের মাটিতে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে বেনার নিউজ বাংলা আয়োজিত ‘কী চাই নতুন বাংলাদেশে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, যাদের হাতে শহীদদের রক্ত, তাদের বিচার হওয়ার আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই।
আওয়ামী লীগের কোনো অপরাধবোধ নেই উল্লেখ করে শফিকুল আলম আরও বলেন, গণহত্যা আর অপরাধের বিষয়ে আওয়ামী লীগের মধ্যে নূন্যতম অনুশোচনাবোধ নেই, ক্ষমা চাওয়ার লক্ষণ নেই। উল্টো পুলিশ হত্যার বিষয়টিকে সামনে এনে তারা গণহত্যার অপরাধের বাইরে আলাদা বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করছে। এ অবস্থায় আওয়ামী লীগের বিচার হতেই হবে।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা ড. মাহদী আমিন জানান, বিএনপিও আওয়ামী লীগের বিচার চায়, তবে নিষিদ্ধ হবে কি না, সেই সিদ্ধান্ত জনগণ নেবে।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, তারা সাবধান হোন। আগে আওয়ামী লীগের বিচার হতে হবে। তারপর রাজনীতিতে আসতে পারবে কি, পারবে না সে নির্ধারণ হবে।
এ সময় সাংবিধানিক নানা গড়িমসি করে এই সরকার আহতদের চিকিৎসা ও অন্যান্য জরুরি বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারছে না বলেও অভিযোগ করেন হাসনাত।
ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশের বেশিরভাগ গণমাধ্যম ডিজিএফআইয়ের প্রেসক্রিপশনে সংবাদ পরিবেশন করেছে বলেও অভিযোগ করেন তিনি।
মন্তব্য করুন