নাটোরের বড়াইগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত অফিস ভাঙচুর

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল মঙ্গলবার সকালে বড়াইগ্রাম উপজেলার নওপাড়া গ্রামে একটি জমি মাপা নিয়ে বিএনপির দুলাল পক্ষের সাথে জোয়াড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস পক্ষের বিরোধ সৃষ্টি হয়। দুলাল পক্ষের এক কর্মী শুভ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় আহমেদপুর বাজারে গেলে তাকে মারপিট করে জুলহাসের লোকজন।
আরও পড়ুনএর জেরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় স্থানীয় বিএনপির একটি কার্যালয় ভাঙচুর করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম।
মন্তব্য করুন