ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল স্বাভাবিক
_original_1732274511.jpg)
রাজধানীর জুরাইনে রেলপথ অবরোধ তুলে নেয়ায় প্রায় ৪ ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মাওয়া-পদ্মা সেতু রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
বিকেল ৩টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। নারায়ণগঞ্জগামী কমিউটার ট্রেন ছেড়ে চলে গেছে। লাইন খালি হলেই চালু হবে।
এর আগে সকাল থেকে ১১টা থেকে রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এতে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পুলিশ-অটোরিকশা চালকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
আরও পড়ুনউল্লেখ্য, গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন।
মন্তব্য করুন