ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

ফলোঅন এড়ালেও এখনও শঙ্কায় বাংলাদেশ

ফলোঅন এড়ালেও এখনও শঙ্কায় বাংলাদেশ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ইনিংস বড় করতে না পারার রোগ দূর করতে পারল না বাংলাদেশ। পুরনো ব্যর্থতা আরো একবার ভোগাল টাইগারদের। ফলে স্বস্তিতে নেই মেহেদী মিরাজের দল। এন্টিগায় রোববার তৃতীয় দিনে ফলোঅন এড়ালেও বড় ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।রোববার পুরো দিনই ব্যাট করেছে বাংলাদেশ। যেখানে প্রাপ্তি কেবল ফলোঅন এড়ানো। অবশ্য আলোক স্বল্পতায় খেলা আগেভাগেই (৭৮ ওভার) শেষ না হলে চিত্রটা ভিন্ন হতে পারত।

এন্টিগায় ১৮১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৪৫০ রানের বিপরীতে ৯৮ ওভার ব্যাট করে ৯ উইকেটে ২৬৯ রান তুলতে পেরেছে টাইগাররা। তাসকিন ১১ ও শরিফুল ব্যাট করছেন ৫ রানে।

ভালো শুরু পেয়েছিলেন প্রায় সবাই, কিন্তু কেউই পারেননি ইনিংস বড় করতে। দুই অঙ্ক ছুঁতে পারা আট জনের মাঝে পঞ্চাশ পর্যন্ত যেতে পেরেছেন কেবল দুইজন- মুমিনুল হক ও জাকের আলি। তারাও ফিরেছেন পঞ্চাশ ছুঁয়েই।

২ উইকেটে ৪০ রান নিয়ে রোববার তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি। ২৬ রান যোগ হতেই শাহাদাত দিপুর উইকেট হারায় দল। মুমিনুল হকের সাথে ৪৫ রানের জুটি ভেঙে ফেরেন ৭১ বলে ১৮ রান করে।

এরপর দলের দায়িত্ব কাধে তুলে নেন মুমিনুল। সাথে পান লিটন দাসকে। প্রাথমিক ধাক্কা সামলে নেন দু'জনে। গড়ে তুলেন প্রয়োজনীয় জুটি। তবে সেই জুটিতে ১০৪ বলে ৬২ রান যোগ হতেই থামেন মুমিনুল।

ফিফটি (৫০) ছুঁয়েই ফেরেন সিলসের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে। তাতে ১২৮ রানে চতুর্থ উইকেটের পতন হয়। সেখান থেকে অধিনায়ক মেহেদী মিরাজকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন লিটন। তবে জুটি বড় হয়নি।

আরও পড়ুন

লিটন ৪০ রানে থামলে এই জুটি ভাঙে। মিরাজও পারেননি ইনিংস বড় করতে, আউট হোন ৬৭ বলে ২৩ রানে। তবে জমে উঠে জাকের আলি ও তাইজুল ইসলামের জুটি। দু'জনে যোগ করেন ১১৫ বলে ৬৮ রান।

তাইজুল ইসলাম ৬৩ বলে ২৫ করে ফিরলে ২৩৪ রানে সপ্তম উইকেটের পতন হয় বাংলাদেশের। এরপর জাকেরও ফেরেন দ্রুত৷ তবে ৯২তম ওভারে গ্রিভসের বলে আউট হওয়ার আগে ৮৯ বলে ৫৩ রান করেন।

তখনো অবশ্য ফলোঅনের শঙ্কায় ছিল বাংলাদেশ। তবে হাসান মাহমুদ ও তাসকিন সেই শঙ্কা দূর করেন। যদিও হাসান ফেরেন দ্রুতই, ১৬ বলে ৮ রান করে আউট হন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট পেয়েছেন আলজারি জোসেফ। দুইটি করে উইকেট পেয়েছেন সিলস এবং জাস্টিন গ্রিভস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় দস্যুতা ও প্রতারণা মামলার আসামিসহ গ্রেফতার চার

বগুড়ার গাবতলীর পদ্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দেশ সেরা

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাত্রলীগ সমর্থক সজিবের বিরুদ্ধে নাশকতা মামলা, জুলাই গেজেটে নাম প্রকাশ

নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম

বগুড়ার শেরপুরে কৃষকের ভুট্টা লুটের অভিযোগ

সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সূর্য দহনে পুড়ছে রাজশাহী