১০ হাজারি ক্লাবে মুমিনুল

স্পোর্টস ডেস্ক : প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল হক। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তুষার ইমরান ও নাঈম ইসলাম এই কীর্তি গড়েছেন আগে। তুষার ইতোমধ্যে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। নাঈম এখনও খেলছেন।
অ্যান্টিগাতে রবিবার দ্বিতীয় সেশনের শুরুতে অফ স্টাম্পের বাইরে রাখা আলজারি জোসেফের ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করে কভার-পয়েন্ট দিয়ে বাউন্ডারি মারতেই লাল বলের ক্রিকেটে মুমিনুলের ১০ হাজার রান পূরণ হয়। সবার আগে এই ক্লাবে নাম লেখানো তুষারের ৩০৭ ইনিংসে ১১ হাজার ৯৭২ রান। আর নাঈম ১০ হাজার ৬২৪ রান করেছেন ২৭৮ ইনিংস খেলে।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূরণ করেন মুমিনুল। তবে হাফ সেঞ্চুরির পরই আউট হয়ে যান তিনি। দারুণ শুরুর পরও ইনিংসটাকে খুব বেশি লম্বা করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। এদিন শাহাদাত হোসেন দিপু ও লিটন দাসের সঙ্গে বেশ আস্থার সঙ্গেই ব্যাট করছিলেন তিনি। তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়ার পর চতুর্থ উইকেটে ৬২ রানের জুটি। তাতে ভালো কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তবে হাফ সেঞ্চুরির পর জেইডেন সিলসের বলে ফ্লিক করতে গিয়ে লাইন মিস করে পড়েছেন এলবিডাব্লিউর ফাঁদে।
আরও পড়ুনপ্রথম শ্রেণির ক্রিকেটে মুমিনুলের বর্তমান রান ১০ হাজার ৫। এই রান করতে ১৫২ ম্যাচে ২৬৭ ইনিংস খেলেছেন তিনি। ৩৯.৭ গড়ে ২৯টি সেঞ্চুরির সঙ্গে হাফ সেঞ্চুরি করেছেন ৪৬টি।
মন্তব্য করুন