ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

বরিশালের হিজলায় তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (২৫ নভেম্বর)  স্বামীকে গ্রেফতার করা হয়েছে বলে ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন। 

এর আগে রোববার দিনগত রাতে হিজলায় শ্বশুর বাড়িতে এসে অন্তঃসত্ত্বা স্ত্রী সুরভী বেগমকে (২০) শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় স্বামী। গ্রেপ্তার স্বামী পারভেজ চৌকিদার (২৫) ভোলার চরফ্যাশন উপজেলার ইউসুফ চৌকিদারের ছেলে। হত্যার শিকার স্ত্রী সুরভী বেগম হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাঝেরচর আদর্শগ্রামের বাসিন্দা সবুজ বাঘার মেয়ে।

হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দুই সপ্তাহ পূর্বে স্ত্রীকে নিয়ে পারভেজ শ^শুর বাড়িতে বেড়াতে আসে। পারিবারিক বিরোধে বাকবিতন্ডার জেরে রোববার দিনগত রাতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। রাতে খবর পেয়ে সুরভীর লাশ উদ্ধার করা হয়। সোমবার সকালে লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন


ওসি আরো জানান, সোমবার সকালে পাশের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান করা হয়। সেখান থেকে স্বামী পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। 


এ ঘটনায় সুরভীর বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পারভেজকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। 

ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন স্বামী পারভেজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযানের নাম ‘সিঁদুর’ কেন? 

‘আপনি যদি শান্তিতে না থাকেন, তাহলে টাকা দিয়ে কী করবেন?’

সান সিরোয় ৪-৩ গোলে জিতে ফাইনালে ইন্টার মিলান

সাবেক আইজিপি শহীদুল হকসহ ২ জন ট্রাইব্যুনালে হাজির

আসিফ-হাসনাতের ‘সার্বভৌমত্ব’ রক্ষার ডাক

মোহাম্মদপুরে সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৩