পাবনায় কমছে তাপমাত্রা বাড়ছে শীতের প্রকোপ

পাবনা প্রতিনিধি : অবশেষে উত্তরের জেলা পাবনায় তাপমাত্রা কমতে শুরু করেছে। বাড়ছে শীতের প্রকোপ। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ নিচের দিকে নামছে। ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, গত এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। দু’দিন ধরে কমতে শুরু করেছে তাপমাত্রা। তার মানে শীতের প্রকোপও বাড়ছে।
তিনি জানান, গত ১৯ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। ২০ নভেম্বর ছিল ১৬ ডিগ্রি, ২১ নভেম্বর ১৬ দশমিক ৫ ডিগ্রি, ২২ নভেম্বর ১৭ দশমিক ২ ডিগ্রি, ২৩ নভেম্বর ছিল ১৭ ডিগ্রি, ২৪ নভেম্বর ছিল ১৬ ডিগ্রি এবং ২৫ নভেম্বর ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।
এই আবাহওয়া পর্যবেক্ষক বলেন, বর্তমানে যে শীত সেটি স্বাভাবিক অবস্থায় আছে। আগামী এক সপ্তাহে তাপমাত্রা আরও কমে শীতের প্রকোপ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ১০ ডিগ্রির নিচে নামলে শৈতপ্রবাহ শুরু হবে। এদিকে ভোর থেকে সকালে ঘন কুয়াশা ঝরছে পাবনা জেলাজুড়ে। হেডলাইট জ্বালিয়ে চলছে বিভিন্ন যানবাহন। সকালে কাজে বেরিয়ে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে শ্রমজীবী মানুষকে।
মন্তব্য করুন