ভিডিও শুক্রবার, ১৬ মে ২০২৫

শৈলকূপায় নিজের দোকান থেকে যুবকের মরদেহ উদ্ধার

শৈলকূপায় নিজের দোকান থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় নিজের দোকান থেকে মানিক (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার (২৫ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার পৌর এলাকার ফাজিলপুরের নিজ দোকান থেকে মানিকের মৃত দেহ উদ্ধার করা হয়।

নিহত মানিক (৩৫) উপজেলার মনোহারপুর ইউনিয়নের হাজরামিনা গ্রামের কিতাব উদ্দীনের ছেলে।

নিহতের বড় ভাই মনিরুল ইসলাম জানান, সোমবার রাত ৮ টার দিকে ফাজিলপুরের মানিকের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দোকান বন্ধ দেখা যায়। কিন্তু দোকানের শাটারে তালা মারা না থাকায়। তখন শাটার উচু করে তাকে মেঝেতে পড়ে পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তকে মৃত্যুর কারণ সঠিক ভাবে বলা না গেলেও গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মুক্তাদির বাসার জানান, নিহত মানিকের গলায় দাগ রয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। তবে এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, মানিক নামের এক যুবকের মরদেহ তার দোকান থেকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্ত শেষে প্রকৃত কারন বলা যাবে। মৃত্যুর কারন উদঘাটনের জন্য পুলিশের একাধিক দল কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

স্ত্রীসহ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মিমের অন্যরকম সময়

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-বিক্রি নিষিদ্ধ

বগুড়া ডায়াবেটিক হাসপাতালে আ’লীগ নেতার রুমে তালা