ভিডিও রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

নড়াইলে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি গ্রেপ্তার

নড়াইলে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি গ্রেপ্তার

নড়াইলে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেয়া হত্যাসহ ৪টি মামলার আসামি বিল্লাল শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বিল্লাল শেখ গোবরা এলাকার নওফেল শেখের ছেলে। সে চারটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিল।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে সদর থানায় পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম। এসময় থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার গভীররাতে গাজীপুর মেট্টোপলিটন এলাকা গাছা থানার কুনিয়া তারগাছা থেকে তাকে গ্রেপ্তার করে নড়াইল সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের একটি এনআইঅ্যাক্ট (অর্থ জারি) মামলায় ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল আসামি বিল্লালের বিরুদ্ধে। গত ২৩ নভেম্বর সদর থানা পুলিশের টহল দল গোবরা বাজার এলাকায় টহল দিচ্ছিল। এ সময় আসামি বিল্লাল শেখকে গ্রেপ্তার করে হাতকড়া পরায় পুলিশ। সন্ধ্যার দিকে আসামিকে থানায় নেয়ার পথে নিউটনের নির্দেশে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেয় আসামির সমর্থক ও স্বজনরা। এসময় আসামি বিল্লালের স্বজনসহ শতাধিক লোকজন পুলিশ সদস্যদের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে এ বছরের ২৪ নভেম্বর আরও একটি মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বোচাগঞ্জে গরুর পরিবর্তে কাঠের ঘাঁনি টানছে মোটরসাইকেল

সিরাজগঞ্জের তাড়াশে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়

দিগন্ত জোড়া মাঠে সরিষার হলুদ ফুলে রঙিন স্বপ্ন বুনছেন হিলির কৃষকরা

নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন

বগুড়ার সোনাতলায় জোড়গাছা খালের ফুট ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের পারাপার

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া’র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ