ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

কুমিল্লায় মোটরসাইকেল চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

কুমিল্লায় মোটরসাইকেল চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  কুমিল্লার চান্দিনায় মোটরসাইকেল চুরির অভিযোগে মো. শুভ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে চুরির সরঞ্জামসহ কয়েকটি চাবি জব্দ করা হয়।

শুক্রবার (৬ ডিসেম্বর) চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ড মহারং মায়াকানন আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। 

মো. শুভ মহারং এলাকার খোকন মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, মহারং মায়াকানন এলাকার একটি বাসায় ঢুকে মোটরসাইকেল চুরির চেষ্টা করে। এ সময় ওই বাসার এক নারী দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন তাকে আটক করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণধোলাই দেয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর আগেও ওই যুবক একাধিক মোটরসাইকেল চুরি করেছে বলে জানায় স্থানীয়রা।

আরও পড়ুন

আলফা অ্যাগ্রো লিমিটেড কোম্পানিতে চাকরি করা আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি জানান, চলতি বছরের ১৫ জুন বাসার সামনে থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। যার সিসি টিভি ফুটেজের সঙ্গে আটক হওয়া শুভর মিল রয়েছে।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমূল হুদা জানান, চুরির সঙ্গে তার সম্পৃক্ততা যাচাই বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ ২২ বাংলাদেশি আটক

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ নিষিদ্ধ

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না, জমা দিতে হবে

চিকিৎসাখাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

শুটিং সেটে আহত তটিনী