ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

বাংলাদেশের সামনে আইরিশ মেয়েদের মাঝারি সংগ্রহ

বাংলাদেশের সামনে আইরিশ মেয়েদের মাঝারি সংগ্রহ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আগের দিন রানের একটা ছোটোখাটো উৎসব দেখা গিয়েছিল সিলেট স্টেডিয়ামে। আয়ারল্যান্ডের নারীরা বাংলাদেশের বোলারদের ভালোই শাসন করেছিলেন। আজ ঠিক তেমনটা দেখা না গেলেও বাংলাদেশের জন্য খুব সহজ লক্ষ্যও দেয়নি সফরকারীরা। সিরিজে ফেরার ম্যাচে বাংলাদেশের জন্য ১৩৫ রানের টার্গেট দাঁড় করিয়েছে আয়ারল্যান্ড। শুরুটা একেবারেই খারাপ ছিল না আয়ারল্যান্ডের জন্য। ওভারপ্রতি ৬ রান করেই স্কোরবোর্ডে জমা করছিলেন দুই ওপেনার গ্যাবি লুইস এবং অ্যামি হান্টার। গ্যাবি অবশ্য খানিক ধীরগতিরই ছিলেন। ১৪ রান করতে গিয়ে খেলেছিলেন বেশ অনেকটা ডটবল। কিছুটা গতি বাড়াতে গিয়েই নাহিদা আক্তারের বলে দিয়েছেন ক্যাচ। দিলারার দুর্দান্ত রিফ্লেক্সের কারণেই সাজঘরে ফিরতে হয় আইরিশ অধিনায়ককে। 

অ্যামি হান্টারও খানিক পরেই ফেরেন। ২৩ বলে ২৩ রান করে দলের বড় স্কোরের ভিত গড়ে দেন তিনি। তবে ওরলা প্রেডেনগ্রাস্টই ছিলেন আজকের বড় স্কোরার। ২৫ বলে ৩২ রানের কার্যকরী একটা ইনিংস আসে ওয়ানডাউনে নামা এই ব্যাটারের কাছ থেকে। প্রেডেনগ্রাস্ট ফিরিয়ে আইরিশদের লাগাম টেনে ধরেন নাহিদা। আর অ্যামির উইকেট পেয়েছিলেন জান্নাতুল ফেরদৌস। ১৩তম ওভার থেকেই খানিক ধীর হয়ে পড়ে আইরিশদের রানের গতি। একের পর এক ডট বল খেলেছেন ক্রিজে থাকা ব্যাটাররা। শেষ পর্যন্ত বড় স্কোর আর করা হয়নি তাদের। ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানেই থেমে যায় সফরকারীরা।  

আরও পড়ুন

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী নাহিদা। ২০ রান খরচায় ২ উইকেট তার। ১টি করে উইকেট পেয়েছেন জান্নাতুল ফেরদৌস, ফাহিমা এবং জাহানারা আলম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি মুরগির খামার করে স্বাবলম্বী হিলির ফেরদৌসী

সমাবেশের পরিবেশ ঠান্ডা রাখতে পানি ছিটাচ্ছে সিটি করপোরেশন

আবদুল হামিদের দেশত্যাগে নিজের অবস্থান পরিষ্কার করলেন আসিফ নজরুল

জয়পুরহাটের ক্ষেতলালে কচুরিপানার তৈরিকৃত পণ্য বিক্রি করে শিক্ষিত বেকার নারী ও গৃহবধূরা স্বাবলম্বী

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার