অটোরিকশার ভাড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বাহুবলে অটোরিকশার ভাড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে সময় মহাসড়কের পাশে অবস্থিত দোকানপাটে আগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে প্রায় ৩ ঘণ্টা।
পুলিশ জানায়, বাহুবল উপজেলার কবিরপুর গ্রামের এক যুবকের কাছে পার্শ্ববর্তী সাতপাড়িয়া গ্রামের যুবকের অটোরিকশার ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাতপাড়িয়া গ্রামের লোকজন কবিরপুর গ্রামের লোকজনকে মারধর করে। এর জের ধরে সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুনখবর পেয়ে হবিগঞ্জ বাহুবল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এরপর অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ৩ ঘণ্টা পর মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
মন্তব্য করুন