ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

মহাস্থান হাটে দাম কমছে শীতের সবজির

মহাস্থান হাটে দাম কমছে শীতের সবজির

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাটে সবজির বাজারে দাম কমতে শুরু করেছে। সরবরাহ বাড়ায় প্রায় সব ধরণের শাক-সবজির দাম কমেছে। আজ রোববার (৮ ডিসেম্বর) মহাস্থান কাঁচাবাজার ঘুরে দেখা যায়, মূলা প্রতি মণ ৬শ’ টাকায় বিক্রি হয়, যা গত সপ্তাহে ছিল ৮শ’ থেকে এক হাজার টাকা মণ। চলতি সপ্তাহে লাল বরবটি ৩০-৩৪ টাকা কেজি বিক্রি হয়, যা গত সপ্তাহে ছিল ৩৫-৪০ টাকা।

চলতি সপ্তাহে বাঁধাকপি ৮-১২ টাকা পিচ, যা গত সপ্তাহে ছিল ২০-২৫ টাকা পিচ। আর ফুলকপি প্রতি মণ এক হাজার থেকে ১২শ’ টাকা, যা গত সপ্তাহে ১৪শ’ থেকে ১৬শ’ টাকায় বিক্রি হয়। চলতি সপ্তাহে মিষ্টিকুমড়া প্রতি মণ ১২শ’ থেকে ১৪শ’ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৪শ’ থেকে ১৫শ’ টাকা।

বিভিন্ন জাতের বেগুন এক হাজার থেকে ১৬শ’ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৬শ’ থেকে দুই হাজার টাকা মণ। চলতি সপ্তাহে পাতাপেঁয়াজ ১৪শ’ থেকে ১৬শ’ টাকায় বিক্রি হয়েছে, যা গত সপ্তাহে ছিল দুই হাজার থেকে আড়াই হাজার টাকা মণ। কাঁচামরিচ দুই হাজার থেকে ২২শ’ টাকা মণে বিক্রি হলেও গত সপ্তাহে ছিল ২৫শ’ টাকা। দেশি জাতের শিম গত সপ্তাহে ২৮শ’ থেকে তিন হাজার টাকায় বিক্রি হলেও আজ রোববার (৮ ডিসেম্বর) ১৬শ’ থেকে দুই হাজার টাকায় বিক্রি হয়েছে।

আরও পড়ুন

আজ রোববার (৮ ডিসেম্বর) নতুন আলু বিক্রি হয়েছে ৩৫শ’ থেকে ৪৫শ’ টাকা মণ। স্থানীয় চককানু গ্রামের কৃষক আব্দুল মজিদ করতোয়া’কে বলেন, আমি এ হাটে ১০ মণ মুলা বিক্রি করেছি ৬শ’ টাকা মণে। এখন বাজার স্বাভাবিক আছে। এর চেয়ে দাম কমে গেলে আমাদের লোকসান হবে। মহাস্থান কাঁচাবাজারের আড়তদার সাজু করতোয়া’কে বলেন, চাহিদার তুলনায় বাজারে সবজির সরবরাহ বেশি থাকায় দাম অনেকটা কমেছে। আগামী সপ্তাহে আরও কমে আসবে।

আরেক আড়তদার শাহাদত করতোয়া’কে বলেন, মহাস্থান কাঁচাবাজার ছোট-বড় প্রায় ২৫টি আড়ৎ আছে। এই হাটের সবজি রাজধানী ঢাকাসহ সারাদেশে সরবরাহ হয়ে থাকে। শীত মৌসুমে প্রতি সপ্তাহে মহাস্থান হাটে গড়ে ৫ থেকে ৬ কোটি টাকার সবজি বিক্রি হয়ে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি আইএমএক্স৮৮২ সেন্সরের পারফেকশন এখন হাতের মুঠোয়

নেপালে ৭ম আন্তর্জাতিক ইএলটি এ্যান্ড এ্যাপলায়েড লিঙ্গুইস্টিকস কনফারেন্সে অংশ নিলেন বাংলাদেশের তিন প্রভাষক

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

মাদ্রিদ ওপেন দিয়েই শিরোপার সূচনা করলেন ক্যাসপার রুড

জামালপুরে  শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু