ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

আজ হিলি শত্রুমুক্ত দিবস

আজ হিলি শত্রুমুক্ত দিবস

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :  আজ ১১ ডিসেম্বর দিনাজপুরের হাকিমপুর  ‘হিলি শত্রুমুক্ত’ দিবস। এই অঞ্চলের স্বাধীনতাকামী মানুষ সেদিন হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল চরম সাহসিকতায়। হানাদার বাহিনী থেমে থেমে মেতে উঠেছিল নির্মম হত্যাযজ্ঞে। আক্রমন চালিয়েছিলো নিরীহ হিলি সীমান্তবাসীর ওপর। প্রায় এক কিলোমিটার সুড়ঙ্গ করে সম্মুখযুদ্ধে মেতেছিল পাক হানাদাররা।

হিলির মুহাড়াপাড়া গ্রামে মিত্রবাহিনীর সাথে প্রচন্ড সম্মুখযুদ্ধ হয়। সেই যুদ্ধে এখানে শহীদ হয়েছিলেন ৭নং সেক্টরের ক্যাপ্টেন আনোয়ারসহ অন্যান্যরা। দু’দিনের তোড়ের মুখে পিছু হটতে বাধ্য হয়েছিলো পাক হানাদার বাহিনী। আজকের এই দিনে আনন্দ উল্ল¬াসে লাল সবুজের পাতাকা উড়িয়ে দিল এলাকাবাসী।

মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন স্থানে সম্মুখ ও গেরিলা যুদ্ধে হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামের মোস্তফা, একরাম উদ্দিন, বানিয়াল গ্রামের মুজিব উদ্দিন শেখ, ইসমাইলপুর গ্রামের মনিরউদ্দিন, মমতাজ উদ্দিন, বৈগ্রামের ইয়াদ আলী ও চেংগ্রামের ওয়াসিম উদ্দিন শহীদ হন। হিলির মুহাড়াপাড়া এলাকায় শহিদ মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনীর স্মরণে দীর্ঘ ৪২ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মিত্র বাহিনীসহ সকল শহীদের স্মরণে এখানে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তভম্ভ ‘সম্মুখ সমর’ স্মৃতিস্তম্ভ।

আরও পড়ুন

এদিকে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম জানান, মিত্র বাহিনীসহ সকল শহীদের স্মরণে এখানে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তভম্ভ ‘সম্মুখ সমর’। প্রতি বছর মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসী নিহত মুক্তিসেনাদের স্মৃতিচারণ, রুহের মাগফেরাত, র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীর তীর সংরক্ষণ কাজে ধ্বস : পাউবোর মেরামত

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও বিতরণের সময় বাড়লো একদিন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচী ঘোষণা

বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে অটোভ্যান চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় আসামিকে মারধর, পুলিশের বিরুদ্ধে মামলা করতে এসপিকে নির্দেশ আদালতের

আইফোনের চার্জ ধরে রাখতে সেটিংসে ছোট্ট পরিবর্তন করুন