ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ায় রাস্তার জায়গা দখল করে বাড়ি নির্মাণের চেষ্টার অভিযোগ

বগুড়ার দুপচাঁচিয়ায় রাস্তার জায়গা দখল করে বাড়ি নির্মাণের চেষ্টার অভিযোগ, ছবি : দৈনিক করতোয়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর কোঁচপুকুরিয়া গ্রামের রাস্তার জায়গা দখল করে পাকাবাড়ি নির্মাণ করার অভিযোগ এনে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে লিখিত ভাবে অবগত করা হয়েছে।

উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কোঁচপুকুরিয়া গ্রামের মোজাম্মেল হক, মঞ্জুরুল হকসহ কয়েকজনের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, কোঁচপুকুরিয়া পশ্চিমপাড়ায় যাওয়া-আসার রাস্তাটি ওই গ্রামের লোকজন ব্যবহার করে আসছেন। সম্প্রতি ওই গ্রামের কয়েকজন ওই রাস্তা দখল করে পাকাবাড়ি নির্মাণের চেষ্টা করছেন।

আজ বুধবার (১১ নভেম্বর) স্থানীয় চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক জানান, মোজাম্মেল হকের লিখিত অভিযোগের ভিত্তিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে উভয়পক্ষের সাথে আলোচনা করে যাতায়াতের রাস্তায় বাড়ি নির্মাণ বন্ধ রাখতে বলেন।

আরও পড়ুন

তার আদেশ উপেক্ষা করে অভিযুক্তরা রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় তিনি আবেদনকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের আঁধারে নাটোরের বাগাতিপাড়ায় দোকানে চুরি!

লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন

ছয় লাশ পোড়ানোর মামলার শুনানিতে ট্রাইব্যুনালে আট আসামি

বাংলাদেশ এখন এক নতুন যুগে প্রবেশ করছে : প্রধান উপদেষ্টা

গাজা ইস্যুতে আবারও সোচ্চার হলেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা

প্লট দুর্নীতির মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু