ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

সিরিয়ার ক্ষমতাসীনদের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র

সিরিয়ার ক্ষমতাসীনদের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় প্রেসিডেন্ট বাশারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয়া হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে। স্থানীয় সময় শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ তথ্য জানিয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এইচটিএস গোষ্ঠীটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল যুক্তরাষ্ট্র। সে অবস্থান পাল্টে এবার প্রথমবারের মতো এমন পদক্ষেপ নিল জো বাইডেন প্রশাসন। জর্ডানে সিরিয়া নিয়ে মধ্যপ্রাচ্য, তুরস্ক ও পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যান্টনি ব্লিঙ্কেন। 

ব্লিঙ্কেন এইচটিএস’র সঙ্গে সরাসরি যোগাযোগের বিস্তারিত আলোচনা করবেন না বলে সংবাদিকদের জানান। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষে গ্রুপটিকে তার আচরণ এবং কীভাবে একটি ক্রান্তিকালে শাসন করতে চায় সে সম্পর্কে বার্তা দেওয়া গুরুত্বপূর্ণ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, হ্যাঁ, আমরা এইচটিএস এবং অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ করেছি। সিরিয়ার জনগণের প্রতি আমাদের বার্তা হলো : আমরা চাই তারা সফল হোক এবং আমরা তাদের সাহায্য করতে প্রস্তুত।

জর্ডানে আলোচনায় সিরিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এতে অংশ নেওয়া আটটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, তারা নিশ্চিত করতে চান যে, সিরিয়া একীভূত হবে এবং সাম্প্রদায়িক বিষয়ে বিভক্ত হবে না। শনিবার সিরিয়ার টেলিভিশনে একটি সাক্ষাৎকারে এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল-গোলানি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়ে কোনো কথা বলেননি। তবে তিনি জানান, দামেস্কের নতুন কর্তৃপক্ষ পশ্চিমা দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

রিকশা চালিয়ে ঢাকা ছাড়লেন জার্মান রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই খুন, জনতার হাতে শ্যালক আটক

বগুড়ার শিবগঞ্জে অপহৃতা কুলসুম গত ৫ মাসেও উদ্ধার হয়নি

বগুড়ার শেরপুরে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার