ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

বগুড়ার ধুনটে নাশকতার মামলার আসামি ২ আ’লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে নাশকতার মামলার আসামি ২ আ’লীগ নেতা গ্রেপ্তার। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে বিএনপির দায়ের করা নাশকতা মামলার আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার চিকাশি গ্রামের আকবর আলী মন্ডলের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশা (৬০) ও উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য বাকশাপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৪০)। গতকাল শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে।

মামলা সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ সংসদ নির্বাচনে ২০১৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে গণসংযোগকালে ধুনট শহরের কলাপট্টী এলাকায় পৌঁছেন। এ সময় সাবেক এমপি হাবিবের নেতৃত্বে তার লোকজন জিএম সিরাজের গাড়ির বহরে হামলা চালিয়ে ২টি জীপ গাড়ি, ২টি মাইক্রোবাস ভাংচুর ও ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন। এ  ঘটনায় ৬ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলকুচি গ্রামের রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন।

আরও পড়ুন

ওই মামলায় অজ্ঞাত আসামির তালিকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জের পনির ও রাতাবোরো ধান পেলো জিআই স্বীকৃতি

নিজেদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল

বিএনপির শ্রমিক সমাবেশে গণসংগীত

শিশুশ্রমের মামলা বাড়লেও কমেছে নিষ্পত্তি

সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন

আজ খাবারের তালিকায় থাকুক রুই মাছের কোরমা