ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক মামলার আসামি অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক মামলার আসামি অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একাধিক মামলার আসামিকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব। 

আজ সোমবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কসবা উপজেলার গঙ্গানগর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মো. দেলোয়ার হোসেন (৪০) জেলার কসবা উপজেলার গঙ্গানগর (পূর্বপাড়া) এলাকার ফিরোজ মিয়ার ছেলে।

সোমবার সন্ধ্যার দিকে র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার গঙ্গানগর পূর্বপাড়া এলাকায় দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি ও দুই হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার দেলোয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জনস্বার্থে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির বাছাইয়ে ‘ফেল’ নতুন নিবন্ধন চাওয়া ১৪৪টি দল

এনবিআরের ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কনসার্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত কানাডিয়ান র‌্যাপার

সরকারের আর্থিক সংস্কারের প্রশংসায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

বনানীতে পথশিশুকে ধর্ষণ

অকপটে নতুন হ্যারি পটার