বগুড়ার ধুনটে বাঙালি নদীতে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির পাশে বাঙালি নদীতে গোসল করতে নেমে আয়েশা খাতুন (২০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় উপজেলায় বাঙালি নদীর বিলচাপড়ী ঘাটে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী দক্ষিণপাড়ার আবু বক্কারের স্ত্রী।
থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আবু বক্কার-আয়েশা দম্পতির বাড়ি বিলচাপড়ী দক্ষিণপাড়া এলাকায় বাঙালি নদীর তীরে। আজ সোমবার সকাল ৬টায় বাড়ি থেকে বের হয়ে বাঙালি নদীতে একা গোসল করতে নামেন আয়েশা খাতুন। প্রায় এক ঘন্টা পেরিয়ে গেলেও আয়েশা খাতুন বাড়ি ফিরে যাননি।
এসময় আয়েশাকে খোঁজার জন্য নদীর তীরে যান আবু বক্কার। কিন্ত আয়েশাকে পাওয়া না গেলেও তার পায়ের এক জোড়া স্যান্ডেল নদীর তীরে দেখতে পান। স্ত্রীকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস কর্মীদের সংবাদ দেন আবু বক্কার। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নদীর পানিতে আয়েশাকে খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুনধুনট ফায়ার সার্ভিসের দলনেতা হামিদুল ইসলাম বলেন, রাজশহীর ডুবুরি দলের সদস্যরা অনেক খোঁজাখুজির পরও নিখোঁজ গৃহবধূর সন্ধান করতে পারেননি। ফলে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার তৎপরতা বন্ধ করে কার্যালয়ে ফিরে গেছেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, গৃহবধূর নিখোঁজের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন