প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নাড়ুয়ামালা-ভেলুরপাড়া সড়ক সংষ্কার হচ্ছে

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর অবশেষে নড়েচড়ে বসেছে এলজিইডি কর্তৃপক্ষ। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার সড়ক সংষ্কারের উদ্যোগ নিয়েছে ওই দপ্তর। অচিরেই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করবে এলজিইডি। দীর্ঘ প্রায় ৮ বছর আগে নাড়ুয়ামালা - ভেলুরপাড়া সড়কটি যানচলাচলে অনুপযোগি হয়ে পড়ে।
এমনকি রাস্তার কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। পুরো সড়কটি খানা খন্দকে পরিনত হওয়ায় ৯ কিলোমিটার সড়ক অতিক্রম করতে পথচারীদের ৩০ মিনিটের স্থলে দেড় ঘন্টা সময় লাগে। এতে করে পথচারীরা নির্ধারিত সময়ে গন্তব্যস্থলে পৌছাতে পারছেন না।
এ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেতন দৈনিক করতোয়ায় প্রকাশিত হলে নড়েচড়ে বসে এলজিইডি কর্তৃপক্ষ। অবশেষে ওই ৯ কিলোমিটার সড়ক সংস্কার করতে প্রায় ১০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে। অচিরেই লটারির মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করে কাজ শুরু করবে এলজিইডি।
আরও পড়ুনএ বিষয়ে স্থানীয়রা বলেন, দীর্ঘ প্রায় ৮ বছর ধরে ওই সড়ক দিয়ে যাতায়াত করতে পরিবহনের ঝাঁকুনিতে সুস্থরা অসুস্থ হয়ে পড়ছে। এছাড়াও প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ে পঙ্গুত্ব বরণ করছে পথচারীরা। এ বিষয়ে সোনাতলা উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, নাড়ুয়ামালা থেকে ভেলুরপাড়ার দূরত্ব প্রায় ৯ কিলোমিটার।
সড়কটি সংস্কার করতে প্রায় ১০ কোটি টাকা ব্যয় হবে। খুব অচিরেই রাস্তাটির সংস্কার কাজ শুরু হবে। সড়কটি সংস্কার হলে এলাকাবাসীদের দুর্ভোগ লাঘব হবে।
মন্তব্য করুন