ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

নেত্রকোণায় খাটের ওপর পড়ে ছিল মা-মেয়ের লাশ

নেত্রকোণায় খাটের ওপর পড়ে ছিল মা-মেয়ের লাশ

নিউজ ডেস্ক:  নেত্রকোণার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের চুরাটিয়া গ্রাম থেকে  একটি গ্রাম থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(১৭ ডিসেম্বর)  বিকালে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান।

নিহতরা হল- চুরাটিয়া গ্রামের রজব আলীর ছেলে মোস্তাকিনের স্ত্রী রূপালী আক্তার (২৭) এবং তাদের বড় মেয়ে রুবাইয়া তাবাসসুম মুন (৭)।

মোস্তাকিন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ময়মনসিংহ স্টেশনে কর্মরত। রূপালী আক্তার উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। মোস্তাকিন ও রূপালীর আরেক মেয়ে তাহমিনা আক্তার মুনিয়ার বয়স দুই বছর।

রূপালীর বাবা আব্দুর রশিদ বলেন, ১০-১২ বছর আগে তার মেয়েকে বিয়ে দেন। বেশ ভালই চলছিল তাদের সংসার। সম্প্রতি মোস্তাকিন গ্রামের বাড়িতে তিন কাঠা জমি কিনেন। এই জমি থেকে মৌখিকভাবে মোস্তাকিনের ছোট ভাই হুমায়ুনকে চার শতক জমি দেন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়।

“কলহের জের ধরে এক পর্যায়ে ১৫ দিন আগে জামাই মেয়েকে পিটিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। এর দুইদিন পর আমি মেয়েকে স্বামীর বাড়িতে রেখে আসি। আজ সকালে মেয়ে ও নাতির মৃত্যুর খবর পাই। আমার মেয়ে ও নাতিকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।”

রূপালীর শাশুড়ি আমেনা খাতুন সাংবাদিকদের জানান, প্রতিদিনের মত দুই মেয়েকে নিয়ে গত রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন রূপালী। সকাল ৭টা বাজলেও তারা ঘুম থেকে উঠছে না দেখে তিনি তাদের ডাকতে যান। তখন খাটের উপর মা-মেয়ের মৃত অবস্থায় দেখতে পান। ছোট মেয়ে তাহমিনা আক্তার মুনিয়া তার মৃত মায়ের পাশেই বসে ছিল।

আরও পড়ুন

শ্বশুরবাড়ির অভিযোগ অস্বীকার করে রূপালীর স্বামী মোস্তাকিন বলেন, “তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা গেছে।”

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, “নিহতদের সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ে মারা গেছে। সিআইডি ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অপমৃত্যুর মামলা হবে। সব দিক মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে।”

রূপালী আক্তারের বাবার অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বলেন, “এ ধরনের কোনো অভিযোগ এখনও আমরা পাইনি।”

জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, “রূপালীর ডান হাতে আগুনের ঝলসানো চিহ্ন, দুই পায়ের গোড়ালির উপরে ও দুই হাতের কব্জির উপরে কালো দাগ রয়েছে। তার মেয়ে রুবাইয়া তাবাসসুম মুনের ডান পায়ের গোড়ালি ও দুই হাতের কব্জির উপরে গোল কালো দাগ দেখা গেছে।

“লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রাজশাহীতে নেসকো’র ভৌতিক বিল বন্ধসহ নানা হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা