ভিডিও রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ, ছবি: সংগৃহীত

হত্যা ও মারধরের চারটি মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে খুলনার পৃথক দুই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলতাফ মাহমুদ ও তাকিয়া সুলতানা এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ফুলতলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন বাবুর নেতৃত্বে প্রায় ২ হাজার নেতাকর্মী খুলনা ডাকবাংলা মোড়ে দলের বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য নদী পথে ট্রলারযোগে রওনা হন। তাদের কিছু নেতাকর্মী চন্দনীমহল (কাটাবন) ঘাটে অবস্থান করছেমন- এমন সংবাদ পান বিএনপির ওই নেতা। বেলা সাড়ে ১১টার দিকে ট্রলার ওই স্থানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আওয়ামী সরকারের সন্ত্রাসীরা তাদের ওপর শর্টগান, কাটা রাইফেল, বন্দুক, পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, রড, জিআই পাইপ, চাপাতি, বোমা, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার পর পরিবেশ-পরিস্থিতি অনুকূলে এলে এবং সরকারের পতন হলে দিঘলিয়া থানায় ২০২৪ সালের ৪ অক্টোবর  কাজী আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে এ হামলার ঘটনায় মামলা করেন। এ ঘটনায় তিনি সাবেক সংসদ সদস্য শেখ হেলালসহ ২১৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলায় খুলনা ৪ আসনের সাবেক সংসদ সালাম মুশের্দী ৯ নং আসামি। এছাড়া সালাম মুর্শেদীর নামে আরও ৩টি মামলা রয়েছে।আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ জানান, সালাম মুর্শেদীকে ৪টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে হাজির করা হয়। তার জামিনের আবেদন করা হলে আদালত নামঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এর আগে দুপুর ১২টায় সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে হাজির করা হয়। জামিনের আবেদন শুনানি শেষে আবারও তাকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় কারাগারে পাঠানো হয়। 
এদিকে সালাম মুর্শেদীকে কারাগারে নিয়ে যাওয়ার পর আদালত প্রাঙ্গণে সালাম মুর্শেদীর অনুসারী ও তার বিরোধীপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

গত ১ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছিল র‌্যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের ট্রাকে বিস্ফোরণ : পুড়ল ৪শ ব্যারেল তেল ও ৮ দোকান

দিনাজপুরের নবাবগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৪

বগুড়ায় রানার প্লাজা থেকে তালা কাটার যন্ত্রসহ একজন আটক

কুড়িগ্রামে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো জেলা ইজতেমা 

নাটোরের সিংড়ায় বাড়ির উঠানে গাঁজার গাছ, গ্রেপ্তার ১

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু