পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছে ভ্যানচালকসহ আরও দুইজন।
গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার তেলকুপি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুননিহত গৃহবধূ হলেন- সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম মাস্টারপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী রত্না বেগম (৪০)। আহত দুইজনের মধ্যে ভ্যানচালকের নাম পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- একই উপজেলার তেলকুপি গ্রামের মোছেব খাঁর ছেলে কালু খাঁ (৪২)।
মন্তব্য করুন