ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

যমুনার সামনে যেতে বাধা,শুয়ে পড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

যমুনার সামনে যেতে বাধা,শুয়ে পড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তাসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে ইনকিলাব মঞ্চের মিছিলে বাধা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে প্ল্যাটফর্মটির নেতাকর্মীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়েছেন। একপর্যায়ে রবিবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তিন দফা দাবিতে কাকরাইল মোড়ে সড়কে শুয়ে পড়েন ইনকিলাব মঞ্চের নেতারা।

এর আগে, দুপুর সাড়ে ১২টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মিছিল নিয়ে যমুনা অভিমুখে এই পদযাত্রা শুরু করেন। মিছিলটি মৎস্যভবন হয়ে দুপুর ১টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে।

এ সময় পুলিশ ও এপিবিএন এর সদস্যদের যমুনা অভিমুখে যাওয়ার রাস্তার দুই পাশেই ব্যারিকেড দিতে দেখা যায়। পরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ডানপাশের রাস্তার একপাশে বসে পড়েন। সেখানে বসে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার পর একপর্যায়ে সড়কে শুয়ে পড়েন নেতাকর্মীরা।

আরও পড়ুন

তাদের তিন দফা দাবি হলো
১. আওয়ামী লীগের নিবন্ধন বাতিল
২. গুপ্তহত্যা থেকে বিপ্লবীদের বাঁচাতে সব স্তরের আওয়ামী লীগের কমিটিতে থাকাদের গ্রেপ্তার করতে হবে
৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ জুলাই বিপ্লবের সব যোদ্ধাদের জীবনের নিরাপত্তা দিতে হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

বগুড়ার সোনাতলায় নাশকতা মামলায় সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুম্পা স্বামীসহ গ্রেফতার

চলমান সংঘাতে স্থগিত করা হল পিএসএলের বাকি ৮ ম্যাচ