বগুড়ার সোনাতলায় নাশকতা মামলায় সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুম্পা স্বামীসহ গ্রেফতার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা থানা পুলিশ অভিযান চালিয়ে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসি রুম্পা (৪০) ও তার স্বামীকে পুলিশ গ্রেফতার করে আজ শুক্রবার (৯ মে) আদালতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের উত্তর বয়ড়া (সর্জনপাড়া) গ্রামের ডাঃ জাহিদুল ইসলামের মেয়ে ও সোনাতলা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা (৪৩) ও তার স্বামী একই গ্রামের মোন্তেজার মন্ডলের ছেলে নজমুল মাহমুদ তুহিন (৫৫) কে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয়রা জানান, গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জান্নাতুল ফেরদৌসি রুম্পা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ঢাকায় পালিয়ে ছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি তার গ্রামের বাড়িতে বেড়াতে এলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। সেইসাথে তার স্বামীকেও গ্রেফতার করা হয়।
আরও পড়ুনরুম্পার বিরুদ্ধে সোনাতলা উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ সহ একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী রুম্পাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সোনাতলা থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে ছিলেন। এ ছাড়া তার স্বামীকেও গ্রেফতার করা হয় বলে ওসি জানান।
মন্তব্য করুন