বগুড়ার শেরপর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মালেক গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) সংবাদদাতা : শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মালেক (৫৪) কে গ্রেপ্তার করেছে। সে ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলী সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে আমিনপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তখন সে বুকে ব্যাথা হচ্ছে বলে পুলিশকে জানালে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ইসিজিসহ প্রাথমিক চিকিৎসায় তেমন কোন জটিলতা ধরা না পরলেও ডাক্তারের পরামর্শে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা প্রদান করা হয়।
আরও পড়ুনগতকাল রোববার হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে পুলিশ তাকে আদালতে প্রেরণ করেন। গ্রেপ্তারকৃত আব্দুল মালেক হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার আসামি। শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মালেককে গ্রেপ্তারের পর চিকিৎসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়ায় গতকাল রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন