ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারি পুতিনের
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হামলার জন্য কিয়েভকে অনুতপ্ত হতে হবে বলেও জানান তিনি। গত শনিবার (২১ ডিসেম্বর) রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেনের সেনারা। যার কারণে দেশটির কাজান শহরের আবাসিক ভবন ও কারখানা ক্ষতিগ্রস্ত হয়।
রোববার এর তীব্র প্রতিবাদ জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। টেলিভিশনে সম্প্রচার করা একটি সরকারি বৈঠকে পুতিন বলেন, যারা যেভাবেই (রাশিয়াকে) ধ্বংস করার চেষ্টা করুক না কেন, তারা আরও বহুগুণ বেশি ধ্বংসযজ্ঞের মুখে পড়বে এবং আমাদের দেশে যা করার চেষ্টা করছে, তার জন্য অনুতাপ করবে।
আরও পড়ুনএরমধ্যেই ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ পাওয়া নিয়ে আশার আলো দেখছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার কূটনীতিকদের নিয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইউক্রেনকে ন্যাটোর আমন্ত্রণ জানানো ও সদস্য করা হবে রাজনৈতিক সিদ্ধান্ত। মিত্রদের জানা উচিত ইউক্রেন জোটটির জন্য কী করতে পারে বলেও জানান জেলেনস্কি।
মন্তব্য করুন