ভিডিও বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরের হিলিতে টিসিবি পণ্য বিক্রি শুরু

দিনাজপুরের হিলিতে টিসিবি পণ্য বিক্রি শুরু

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভাসহ উপজেলায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বাজারমূল্যের চেয়ে কম দামে টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা।

তবে এবারে তেল না পাওয়ায় ক্ষুব্ধ এসব ফ্যামিলি কার্ডধারীরা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় হাকিমপুর সরকারি কলেজ মাঠে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী ইঞ্জিনিয়ার আজমীর শেখ।

টিসিবি পণ্য নিতে আসা গৃহবধূ মিনারা বেগম বলেন, বাজারে সব জিনিসের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এমন সময়ে স্বল্পমূল্য এসব টিসিবির পণ্য পেয়ে আমরা খুবই খুশি। তবে এবারে তেল না পাওয়ায় আমরা হতাশ ও ক্ষুব্ধ। এসময় উপস্থিত ছিলেন হিলি পৌরসভার টিসিবির পণ্য বিক্রেতা ডিলার আলম হোসেন ও বিক্রয় কর্মীরা।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় জানান, সরকারি নির্দেশনা মোতাবেক এ উপজেলায় ১০ হাজার ৫৭১ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এবার ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল ২৭০ টাকা প্যাকেজ দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ডধারীরা পৌরসভাসহ উপজেলার তিনটি ইউনিয়নের ১২টি পয়েন্ট থেকে পর্যায়ক্রমে এসব টিসিবি পণ্য সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস

পদত্যাগ করতে ট্রুডোকে নিজ দলের সংসদ সদস্যদের চাপ

প্রযুক্তির ছোঁয়ায় কদর কমেছে ডাকবাক্সের

ইজতেমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

বগুড়ায় ওলামা মাশায়েখ ও তাবলিগ সাথি ভাইদের বিক্ষোভ সমাবেশ

বগুড়ার শিবগঞ্জে জমিতেই নষ্ট হচ্ছে কপি