সিরাজগঞ্জের রায়গঞ্জে যুবকের আত্মহত্যা
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। নিহত যুবক উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূইয়াগাঁতী এলাকার (স্থান সিঙ্গাপুর) গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে ট্রাক ড্রাইভার আসলাম উদ্দিন (২৮)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে সবার অজান্তে নিজ ঘরের তীরের সাথে লুঙ্গি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আরও পড়ুনএরপর নিহতর মা টের পেয়ে ঘরে দরজা ভেঙে গ্রামবাসীর সহযোগিতায় ছেলের ঝুলান্ত লাশ উদ্ধার করে।এবিষয়ে সলঙ্গা থানা ওসি মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন