ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

রংপুরে ৬৮১ জন চাষীর মাঝে বিনামূল্যে পোনা মাছ বিতরণ

রংপুরে ৬৮১ জন চাষীর মাঝে বিনামূল্যে পোনা মাছ বিতরণ, ছবি: দৈনিক করতোয়া।

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে ৬৮১ জন মৎস্য চাষীকে বিনামূল্যে পোনা মাছ বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ১  হাজার পিস করে ৬ লাখ ৮১ হাজার পিস গুণগতমান সম্পন্ন তেলাপিয়া মাছের পোনা এবং ২০ জনকে ৬ কেজি কার্পের রেনু বিতরন করা হয়। মঙ্গলবার দুপুরে নগরীর দর্শনা ব্রাক লার্নিং সেন্টার চত্বরে নর্থ ডিভিশনের বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতাধীন দরিদ্র ও প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ করে। 

রংপুর জেলার অধীনে ৮ টি উপজেলায় এখন পর্যন্ত ‘ফিশ ফার্মিং প্রকল্প’এর উদ্যোগে রংপুর-১ এবং রংপুর-২,  মিঠাপুকুর অঞ্চলের মোট ৬৮১ জন মৎস্য চাষীদের মাঝে প্রত্যেককে বিনামূল্যে ১ হাজার পিস করে ৬ লাখ ৮১ হাজার পিস গুণগতমান সম্পন্ন তেলাপিয়া মাছের পোনা এবং ২০ জনকে ৬ কেজি কার্পের রেনু বিতরন করা হয়। মাছের রেনু পোনা পেয়ে উপকারভোগী মৎস্য চাষী সদস্যরা  এধরনের উদ্যোগকে স্বাগত জানান। 

নর্থ  ডিভিশনের এগ্রিকালচার এন্ড ইন্সুরেন্স প্রকল্পের ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট তানিয়া নাসরিন বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মৎস্য খাতকে আরো উৎপাদনশীল, টেকসই ও লাভজনক করে তোলা সম্ভব। ফিশ ফার্মিং প্রকল্পের মাধ্যমে আমরা শুধু মাছ নয়, আত্মবিশ্বাস, দক্ষতা ও আত্মনির্ভরশীলতার বীজ বুনে চলেছি একটি সমৃদ্ধ কৃষিনির্ভর সমাজ গঠনের লক্ষ্যে। নর্থ ওয়েস্ট ডিভিশনের এগ্রিকালচার এন্ড ইন্সুরেন্স প্রকল্পের ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট মোঃ আব্দুল বারিক বলেন, সঠিকভাবে পরিকল্পিত মাছ চাষ উত্তরবঙ্গের কৃষকের অর্থনৈতিক মুক্তির দ্বার উন্মোচন করতে পারে। এক্ষেত্রে ব্র্যাক মাইক্রো ফাইনান্স কর্মসূচি নিরলস ভাবে  কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

শস্য বীমা সম্প্রসারণ কর্মকর্তা  মো. মনিরুল ইসলাম বলেন, কৃষির বিকাশ ও টেকসই মৎস্য চাষের মাধ্যমে জীবনমান উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে চাষীদের আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও পুষ্টি ঘাটতি মোকাবেলায় এ ধরনের কার্যক্রম সহায়ক হবে। নর্থ ডিভিশন এর রংপুর-১, রংপুর-২, সৈয়দপুর, নীলফামারি, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, কুড়িগ্রাম, দিনাজপুর-১, দিনাজপুর-২, ঠাকুরগাঁও-২ অঞ্চলের   ৯২ টি শাখার ১৩৫০ জন মাছ চাষীকে নির্বাচন করা হয়। ইতোমধ্যে রংপুর-১, রংপুর-২, কুড়িগ্রাম, দিনাজপুর-১, দিনাজপুর ২, ঠাকুরগাও-২, লালমনিরহাট ১, লালমনিরহাট ২, সৈয়দপুর অঞ্চলের ৯৫৪ জন মাছ চাষীকে  ৯ লাখ ৫৪ হাজার  তেলাপিয়া মাছের পোনা প্রদান সম্পন্ন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেন

রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বগুড়ায় ইয়াবা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেফতার

স্বৈরাচারের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি : রিজভী

বরকে অপেক্ষায় রেখে নববধূর আত্মহত্যা