২ মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বর থেকে আবার খোলা বাজারে আটা বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার : প্রায় ২ মাস বন্ধ থাকার পর আগামী মাস থেকে আবার ওএমএস কার্যক্রমে আটা বিক্রি শুরু হবে। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে এটি জানানো হয়েছে।
বগুড়ার আদমদিঘী, ধুনট, দুপচাঁচিয়া, গাবতলী, নন্দীগ্রাম, সারিয়াকান্দি, শাহজাহানপুর, শেরপুর এবং সোনাতলা উপজেলায় ২টি করে মোট ১৮টি কেন্দ্রসহ দেশের ৭৬৬টি কেন্দ্রে প্রতিদিন একটি কেন্দ্রে ৫শ কেজি হিসেবে ৩৮৩ মেট্রিকটন আটা ওএমএস খাতে বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে শুক্র ও শনিবার ছাড়া অন্য ২২ দিন আটা বিক্রি করা হবে।
আরও পড়ুনবগুড়া সদর উপজেলা নিয়ন্ত্রক মো. হারুন অর রশিদ জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী মাস থেকে বগুড়ার বন্ধ থাকা ৯টি উপজেলার ১৮টি কেন্দ্রসহ দেশের ৭৬৬ টি কেন্দ্রে আটা বিক্রি শুরু হবে। মাসের ছুটির দিন গুলো বাদে অন্যান্য দিন গুলোতে আটা বিক্রি করা হবে। প্রতিদিন একটি কেন্দ্র থেকে ৫শ কেজি আটা বিক্রি করা হবে। যে সব ডিলার রয়েছেন তারাই এই আটা বিক্রি করবেন।
মন্তব্য করুন