ভিডিও সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

দেশে জঙ্গি নেই এমন নিশ্চয়তা দেয়া যাবে না: আইজিপি

ছবি : সংগৃহিত,দেশে জঙ্গি নেই এমন নিশ্চয়তা দেয়া যাবে না: আইজিপি

দেশে জঙ্গি নেই এ বিষয়ে কোনো গ্যারান্টি দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

 আইজিপি বলেন, দেশে জঙ্গি নেই এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশ সজাগ আছে। জঙ্গিদের মোকাবিলা করার সক্ষমতা এজেন্সিগুলোর আছে।
 
পুলিশের কাছে অন্যায় কোনো আবদার না করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পুলিশের কাছে অন্যায় আবদার না করতে দেশবাসীর প্রতি আহ্বান রইলো। পাশাপাশি পুলিশের ওপর আস্থা রাখুন। আস্থাহীনতার কারণে মব হচ্ছে। এই মবের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
 
এ সময় তিনি পুলিশকে শক্তিশালী এবং গতিশীল করতে স্বাধীন পুলিশ কমিশন গঠনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি ৬ আগস্ট রাজারবাগে অবস্থান নেয়া বিদ্রোহী পুলিশ সদস্যদের পুলিশ পদক দেয়া হবে বলেও জানান।
 
ব্রিফিংয়ে অভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশদাতা পুলিশদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে জানিয়ে আইজিপি বলেন, অভ্যুত্থানেন পর ১৫শ’ মামলা হয়েছে। এরমধ্যে ৬শ’ হত্যা মামলা। তাই গুলি চালানোর নির্দেশদাতা পুলিশের সংখ্যা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। প্রতিটি মামলায় ঘটনাগুলো উঠে আসছে। তদন্ত শেষ হলে গুলির নির্দেশদাতাদের সংখ্যা বলা যাবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশু নিহত

ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়াতে আইনি নোটিশ 

বগুড়া বিয়াম স্কুল ও কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষকদের ক্লাস বর্জন

দিনাজপুরের পার্বতীপুরে প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন

ভারতের সামরিক আক্রমণ আসন্ন : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু