ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

বগুড়ার সোনাতলায় ব্যবসায়ীর পথরোধ করে ছিনতাই

বগুড়ার সোনাতলায় ব্যবসায়ীর পথরোধ করে ছিনতাই। প্রতীকী ছবি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় এক ব্যবসায়ীর পথরোধ করে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের মুখে তার কাছ থেকে ২ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। তবে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ মামলাটি রেকর্ড করেনি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়া ইউনিয়নের গবারপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে ব্যবসায়ী আতাউর রহমান আপেল (৪২) গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৯টায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে মহিষাবাড়ী ও পুগলিয়া গ্রামের মাঝামাঝি পৌঁছিলে দুর্বৃত্তরা তার পথরোধ করে।

তারা ধারালো অস্ত্র ও ককটেল বিস্ফোরণ করে তার কাছ থেকে ২ লাখ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় দুর্বৃত্তরা হাতুরি দিয়ে তার মাথায় ও ডান হাতে আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন

এই ব্যাপারে গতকাল সোমবার রাতে সোনাতলা থানায় মামলা দায়ের করা হলেও অদ্যবধি রেকর্ড হয়নি বলে আপেলের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব অভিযোগ করেন। তবে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার্জে দেওয়া অটোরিকশা থেকে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কার্যকর সমাধান চান আপিল বিভাগ

রংপুরে ৬৮১ জন চাষীর মাঝে বিনামূল্যে পোনা মাছ বিতরণ

কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে: তারেক রহমান

আজ জাতীয় কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী

অক্টোবরে এশিয়া সফরে আসছে ব্রাজিল, খেলবে দুই পরাশক্তির বিপক্ষে