বগুড়ায় পৃথক মারপিটের ঘটনায় চারজন আহত
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের পৃথক দু’টি মারপিটের ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া শহরের ফুলবাড়ি ফাঁড়ির এসআই আব্দুর রহমান জানান, বগুড়া সদরের নামুজার জনৈক জিহাদ শহরের মাটিডালী স্কুলের কাছে একটি প্লাস্টিক কারখানা বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ঢাকার এক ব্যবসায়ীর সাথে তার লেনদেন ছিল। এরই মধ্যে তাদের সম্পর্ক খারাপ হলে জিহাদ কারখানাটি শহরের ফুলবাড়ির এক ব্যক্তির কাছে ভাড়া দেন। ঢাকার ওই ব্যবসায়ী জিহাদের কাছে টাকা না পেয়ে আজ বুধবার (২৫ ডিসেম্বর) রাতে স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে কারখানার যন্ত্রপাতি খুলতে গেলে ভাড়াটিরা ব্যবসায়ী তাতে বাধা দেন। এসময় সন্ত্রাসীদের মারপিটে ফুলবাড়ি এলাকার শাহাদৎ হোসেন ও তার ছেলে কৌশিক এবং শুভ্র নামের এক যুবক আহত হন। আহতদের শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনএদিকে, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আজ বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার পরপরই শহরের মালগ্রাম উত্তর পাড়ার মজিবর রহমনের ছেলে আরাফাত রহমানকে (১৮) দুর্বৃত্তরা ছরিকাঘাত করে। তারা আরাফাতের শরীরের বেশ কয়েকটি স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আত্মীয়-স্বজন ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মন্তব্য করুন