ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী সীমান্তে চোরাচালানকৃত ১৮টি ভারতীয় স্মার্টফোন সেটসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী সীমান্তে চোরাচালানকৃত ১৮টি ভারতীয় স্মার্টফোন সেটসহ আটক ১, প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মানদীর মনোহরপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১৮টি অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় স্মার্টফোনসেটসহ মুক্তার হোসেন (২৪) নামে এক যুবক আটক হয়েছে। অভিযানে জব্দ হয়েছে চোরাচালানে ব্যবহৃত একটি নৌকা ও একটি মোটরসাইকেল। আটক মুক্তার শিবগঞ্জের হাসানপুর পাঁচকাঠা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

আজ রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মনোহরপুর বিওপি’র একটি বিশেষ টহলদল দুর্লভপুর ইউনিয়নের পদ্মানদী সীমান্তবর্তী বোগলাউড়ি ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে টহলদল সন্দেহজনক গতিবিধির এক ব্যক্তিকে নৌকা হতে একটি ব্যাগ হাতে নামার পর জিজ্ঞাসাবাদ করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ১৮টি ভারতীয় স্মার্টফোনসেট জব্দ হয়। অভিযানে ওই চোরাচালানে ব্যবহৃত একটি নৌকা ও একটি মোটরসাইকেল জব্দ হয়।

আরও পড়ুন

৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনির-উজ-জামান বলেন, এ ঘটনায় জব্দ মালামালসহ আটককৃতকে শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে বিজিবির কড়া নজরদারি অব্যহত রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ

সরকারে বড় রদবদল, নতুন প্রধানমন্ত্রী পেল ইউক্রেন

ইসরায়েল রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র, সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ : তাইয়্যিপ এরদোয়ান

দিল্লির ২০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ৪৭৫ জন

নারায়ণগঞ্জে মধ্যরাতে এনসিপির তোরণে দুর্বৃত্তদের আগুন