বগুড়ার কাহালুতে নারীর রগ কর্তনের ঘটনায় টাইগার মিলন গ্রেফতার

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালু পৌর এলকার পলি রাণী (৪৩) নামের এক নারীকে সন্ত্রাসী কায়দায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দু’পায়ের একটি আঙ্গুল বিচ্ছিন্ন করার ঘটনার মূলহোতা মিলন হোসেন ওরফে টাইগার মিলন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে কাহালু থানার এস.আই রুবেল হোসেন, এ.এস.আই বেলাল, সাহিবুল, আরিফুল বগুড়া শহরের চারমাথা গোদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত টাইগার মিলন কাহালু পৌর এলাকার পালপাড়া গ্রামের আমজাদ হোসেন ড্রাইভারের ছেলে।
থানায় সূত্রে জানা যায়, কাহালু পৌর এলাকার পালপাড়া (বাবুরবাড়ী) গ্রামের বিমল চন্দ্র দাসের বাড়ির নির্মাণ কাজ দেখে গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় টাইগার মিলন তার স্ত্রী পলি রানীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় পলি রাণী চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে টাইগার মিলন উত্তেজিত হয়ে অতর্কিত ভাবে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে পলী রানীর দুই পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
এতে পলী রানীর বাম পায়ের ১টি আঙ্গুল বিছিন্ন হওয়াসহ দুপায়ের ৪টি রগ কেটে যায়। এরপর তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে পলি রানী ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুনএ ঘটনায় পলী রাণীর বড় ভাই শ্রী দুলাল চন্দ্র দাস বাদি হয়ে আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কাহালু থানায় টাইগার মিলনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কাহালু থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন জানান, থানায় মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে টাইগার মিলনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য টাইগার মিলন ডাকাতি প্রস্তুতি মামলার আসামি হিসেবে বগুড়া কারাগারে ছিল এবং সম্প্রতি সে জামিনে বের হয়ে এসেই পলি রানীকে গুরুতর আহত করে পালিয়ে যায়। কাহালু থানার অফিসার ইনচার্জ আরো জানান টাইগার মিলনের বিরুদ্ধে কাহালু থানায় অস্ত্র আইন, চুরি, ডাকাতি প্রস্তুতি, মাদক ও বিস্ফোরকসহ মোট ৬টি মামলা রয়েছে।
মন্তব্য করুন