নাটোরের বড়াইগ্রামে একই রাতে ৩টি ট্রান্সফরমার চুরি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : বড়াইগ্রাম উপজেলায় একই রাতে গভীর নলকুপের ৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। অস্ত্রের মুখে নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে গত শনিবার দিবাগত রাতে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুড়ুমশৈল গ্রাম এলাকার চিনাডাঙ্গার বিল থেকে এগুলো চুরি হয়েছে। ট্রান্সফরমারগুলোর মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
গভীর নলকুপের ব্যবস্থাপক রিমন মোল্লা জানান, রাত আনুমানিক ১১টার দিকে ১১/১২ জন অস্ত্রধারী চিনিডাঙ্গা বিলে বিএডিসি’র গভীর নলকুপে যায় এবং নলকুপের নিরাপত্তা প্রহরী আনসার আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তার হাত-পা বেঁধে পাশে ফেলে রেখে ৩টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এতে ওই বিলের প্রায় ৪শ’ বিঘা জমির চাষাবাদ হুমকির মুখে পড়েছে।
নিরাপত্তা প্রহরী আনসার আলী বলেন, রাতে ১১/১২ জন লোক এলে ভয় পেয়ে ডাকাডাকি করার চেষ্টা করি। তখন তারা আমাকে ধরে জবাই করার চেষ্টা করে। কিন্তু তাদের মধ্যে থাকা ২/১ জন নিষেধ করলে তারা আমার মাথায় পিস্তল ঠেকিয়ে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। যাবার সময় আমার হাত-পা বেঁধে রেখে চলে যায় তারা।
আরও পড়ুনবড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল পুরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন