ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

রংপুরের বদরগঞ্জে ফেরাজুল হত্যা মামলায় বাবা ও সৎমা গ্রেপ্তার

রংপুরের বদরগঞ্জে ফেরাজুল হত্যা মামলায় বাবা ও সৎমা গ্রেপ্তার, প্রতীকী ছবি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে ফেরাজুল ইসলাম (৩৭) হত্যা মামলায় বাবা ও সৎমা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নিহতের মামা আবু তাহের বাদী হয়ে বদরগঞ্জ থানায় ৬জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরাজুল উপজেলার কালুপাড়া ইউনিয়নের হাড়িভাঙ্গা এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি গত ২২ডিসেম্বর নিখোঁজ হন। ৩০ ডিসেম্বর বাঁশদহ এলাকার একটি আলুক্ষেতের গর্ত থেকে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ফেরাজুল দীর্ঘদিন ভারতে ছিলেন। সেখানে কাজ করে যা আয় করতেন তার সবই বাবার কাছে পাঠাতেন। সম্প্রতি তিনি বাড়িতে ফেরেন। এরপর তিনি বাবার কাছে তার প্রেরিত অর্থ সম্পর্কে জানতে চাইলে বাবা-ছেলের সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে। এনিয়ে এলাকায় কয়েক দফা সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু সালিশে টাকা-পয়সার বিষয়ে কোন সুরাহা হয়নি।

আরও পড়ুন

এ অবস্থায় গত ২২ডিসেম্বর বিকেলে একটি ইসলামী মাহফিলে যাওয়ার কথা বলে ফেরাজুল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তাকে নানা জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি। গতকাল সোমবার বিকেলে স্থানীয় বাঁশদহ এলাকার একটি আলু ক্ষেতের গর্ত থেকে ফেরাজুলের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ সময় ফেরাজুলের বাবা আব্দুস সামাদ ও সৎ মা নূরজাহানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। রাতে ফেরাজুলের মামা আবু তাহের বাদী হয়ে ৬ জনের নামে হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাদেরকে গ্রেফতার দেখায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে বালু উত্তোলন ভেঙে গেছে প্রধান সড়ক

বগুড়ার ধুনটে পুলিশকে কুপিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই, গ্রেফতার ১

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ২ লাখ টাকা জরিমানা

স্বৈরাচারের দোসর চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না : রেজাউল করিম বাদশা

লালমনিরহাটে সড়কের কাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে পর্যাপ্ত বৃষ্টির অভাবে আমন ধান চাষ ব্যাহত