জবাবদিহিতা নিশ্চিতে তথ্য প্রাপ্তির অধিকার এখন সময়ের দাবি
নওগাঁ প্রতিনিধি : সামাজিক-সাংস্কৃতিক কারণে গ্রামীণ নারীরা তথ্য প্রাপ্তির ক্ষেত্রে এখনও পুরুষের চেয়ে পিছিয়ে আছে। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য তথ্য অধিকারের সুফল সকল জনগণের দোরগড়ায় পৌঁছে দিতে হবে। রাষ্ট্র ও সমাজের সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তথ্য প্রাপ্তির অধিকার এখন সময়ের দাবি।
বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভলপমেন্ট-এসিডির আয়োজনে গতকাল সোমবার নওগাঁয় অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে উপস্থিত বক্তারা এমন অভিমত প্রকাশ করেন। নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে ইউএসএআইডির আর্থিক ও দ্য কার্টার সেন্টারের কারিগরি সহযোগিতায় এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
এসিডি ‘বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প’ শীর্ষক কর্মসূচির আওতায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তথ্য অধিকারের ভূমিকা শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুর রহমান।
গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি কায়েস উদ্দিন, দৈনিক আমার দেশের প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক করতোয়ার প্রতিনিধি নবির উদ্দিন, দৈনিক কালের কণ্ঠের ফরিদুল করিম তরফদার, এটিএন বাংলার প্রতিনিধি এএসএম রায়হানুল আলম প্রমুখ।
আরও পড়ুনপ্রধান অতিথি আবু সালেহ মো. মাসুদুর রহমান বলেন, জবাবদিহিতা নিশ্চিত ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তথ্য প্রাপ্তির অধিকার এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
সারাদেশের মতো দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা নওগাঁর নারীরা পুরুষের তুলনায় তথ্য অধিকার আইনের প্রয়োগ ও তথ্য প্রাপ্তির ক্ষেত্রে পিছিয়ে আছে। এজন্য সামাজিক-সাংস্কৃতিক বাধাসহ বেশ বাধা কাজ করে। এর পাশাপাশি বিদ্যমান তথ্য অধিকার আইনের অনেক ধারা সংস্কার করা প্রয়োজন।
মন্তব্য করুন