ভিডিও শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

গাজীপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

গাজীপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে নিখোঁজের দুই দিন পর মো. জুনায়েদ হোসেন (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের গলি থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

জুনায়েদ টাঙ্গাইল সদর থানার গোলচত্বর এলাকার দুলাল হোসেনের ছেলে। সে তার মা ও বড় বোনের সঙ্গে আমবাগ পশ্চিমপাড়ার মোয়াজ্জেম হোসেনের টিনশেড বাড়িতে ভাড়া থাকত।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে বের হয় জুনায়েদ। এরপর আর বাসায় ফেরেনি। পরে তার পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাসায় খোঁজাখুঁজি করে না পেয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করেন।

বুধবার বেলা আড়াইটার দিকে আমবাগ পশ্চিমপাড়া এলাকায় আলমগীর হোসেনের নির্মাণাধীন ভবনের গলিতে লাশ পড়ে থাকতে দেখেন এক রাজমিস্ত্রি। থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন

 

জুনায়েদের বড় বোন জান্নাতি বেগম বলেন, সোমবার সন্ধ্যায় সে বাসা থেকে বের হয়ে আর বাসায় আসেনি। আজ খবর আসে, আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে।

 

কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, খবর পেয়ে এক শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিল্ডিং থেকে পড়ে তার মৃত্যু হতে পারে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের চার মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল

জাতীয় দলে আর ফিরছেন না তামিম!

‘অশালীন’ নাচে তোপের মুখে উর্বশী

মায়ের সঙ্গে কারাগারে সাত মাসের শিশু

আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর

ভিনির লাল কার্ডের পরেও অবিশ্বাস্য জয় রিয়ালের