ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

আ’লীগ নেতাকে ছাড়াতে থানায় জামায়াত নেতাকর্মীদের অবস্থান

আ’লীগ নেতাকে ছাড়াতে থানায় জামায়াত নেতাকর্মীদের অবস্থান, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : গাজীপুরে  পুলিশের  হাতে  আটক হওয়া এক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে থানায় অবস্থান নিয়েছেন জামায়তের নেতাকর্মীরা। আটক ব্যক্তির নাম শফিকুল সিকদার। তিনি মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শফিকুলকে আটক করে জয়দেবপুর থানা পুলিশ। পরে রাত ৮টার দিকে শফিকুলকে থানা থেকে ছাড়িয়ে নিতে থানায় ভিড় জমান জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এসময় জামায়াতের নেতাকর্মীরা শফিকুলকে নিজেদের লোক বলে দাবি করেন। 

গাজীপুর জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আটক শফিকুল সিকদার ২০১৮ সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৮ সালের পর তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না। এ কারণে তিনি পরে জামায়াতের ফরম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন।’

আরও পড়ুন

এদিকে ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও তিন যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত ও অনুমোদিত মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে ২৩ নম্বর ক্রমিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে শফিকুল সিকদারের নাম রয়েছে।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন,  মামলাসংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল সিকদারকে থানায় আনা হয়। পরে তাকে নিজেদের কর্মী দাবি করে কথা বলার জন্য গাজীপুর সদর জামায়াতের কিছু নেতা থানায় আসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমনায় বাসা থেকে ১০ বছরের গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরিয়ায় সংঘর্ষে নিহত ৩০

ছয় ম্যাচ পর জয় যা বললেন লিটন

ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল ৩ ঘণ্টা পর স্বাভাবিক

 অপরাধীদের জন্য অনুকম্পার কোনো সুযোগ নেই: ফখরুল

মিটফোর্ড-বাবুবাজারে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪